॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুরে শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল ১৪ই আগস্ট বিকালে বড়মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় সামাজিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং এই শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেন ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ। জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। শিশুদের যদি আমরা সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই তাহলে তারা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি স্কুলের গরীব শিক্ষার্থীদের লেখাপড়ায় আর্থিক সহায়তার আশ্বাস দেয়াসহ কিছু খেলার সামগ্রী দেয়ার ঘোষণা দেন।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, সাংবাদিক রবিউল খন্দকার মজনু ও আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রামকান্তপুরে শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ-গাছের চারা বিতরণ
