Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আযহা উদযাপিত

॥ওবায়দুল হক মানিক॥ কোরবানীর পশু জবাইয়ের মধ্য দিয়ে গতকাল ১১ই আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
ঈদের জামাত শেষ করে মুসলমানরা নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া, দুম্বা প্রভৃতি পশু কোরবানী দেয়। যদিও বাংলাদেশীদের মধ্যে দেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না তবুও সবাই সাধ্যমতো চেষ্টা করে একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে।
আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বেশীর ভাগই গরু ও ছাগল জবাই করে। তাদের মধ্যে প্রথমেই বাংলাদেশীরা, দ্বিতীয়ত পাকিস্তান ও তৃতীয়ত ভারতসহ অন্যান্য দেশগুলো। এরপর চলে রুমে রুমে রান্না-বান্না পর্ব। এক রুমের লোক অন্য রুমে যায় অতিথি হয়ে। এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশে থাকা প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকাল হতেই শুরু হয় আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সরকারী সেক্টরে সাপ্তাহিক ছুটিসহ চার দিনের ছুটি ঘোষণা করা হয়।