Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল ৯ই আগস্ট তৃতীয় দিনের কর্মসূচিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শিশু বিভাগে(শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণি পর্যন্ত) এআর ইংলিশ ভার্সন স্কুলের ২য় শ্রেণির ছাত্রী বিলাসী ১ম স্থান, একই স্কুলের ২য় শ্রেণির ছাত্রী অর্পিতা কুন্ডু ২য় স্থান ও মাগুড়াডাঙ্গী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র রোকনুজ্জামান ৩য় স্থান লাভ করে। ক-বিভাগে (৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত) মাগুড়াডাঙ্গী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র প্যারিশ কুন্ডু ১ম স্থান, পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র স্বার্থক মন্ডল ২য় স্থান ও এআর ইংলিশ ভার্সন স্কুলের ৩য় শ্রেণির ছাত্র রাজিব আগরওয়ালা ৩য় স্থান লাভ করে। খ-বিভাগে (৬ষ্ঠ থেকে অস্টম শ্রেণি পর্যন্ত) কাজী আব্দুল মাজেদ একাডেমীর ৭ম শ্রেণির ছাত্র ওয়ালিদ হাসান ১ম স্থান, একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তানজিম ইলমা ২য় স্থান ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ৭ম শ্রেণির ছাত্রী সামিয়া সিরাজী ৩য় স্থান লাভ করে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় পাংশা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাধন কুমার সাহা চৌধুরী, এটিও মোঃ সুজন আলম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। প্রায় অর্ধশতাধিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।