Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ব্র্যাকের ম্যানেজারের টাকা ফেরত দিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান

॥রাকিবুল ইসলাম॥ ব্র্যাকের এক ব্রাঞ্চ ম্যানেজারের মোটর সাইকেল থেকে পড়ে যাওয়া টাকা ভর্তি ব্যাগ ফেরত দিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
গত ৮ই আগস্ট সকালে আবুল কাশেম নামে ব্র্যাকের ওই ব্রাঞ্চ ম্যানেজার মোটর সাইকেলযোগে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক হয়ে কুমারখালী যাওয়ার পথে কালুখালীর গান্ধিমারা বাসস্ট্যান্ড মোড়ে মোটর সাইকেলের পিছনে বেঁধে রাখা টাকা ব্যাগটি পড়ে যায়। স্থানীয় খলিল প্রামানিক নামের এক ব্যক্তি ব্যাগটি মোটর সাইকেল থেকে পড়ে যেতে দেখে তাকে পিছন থেকে ডাকতে থাকলেও সে খেয়াল না করে চলে যায়। পরে স্থানীয় তাজুল ইসলাম নামের আরেক ব্যক্তির মাধ্যমে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোকে বিষয়টি অবহিত করেন। তিনি সবার সামনে ব্যাগটি খুলে দেড় লক্ষ টাকা ও অন্যান্য জিনিসপত্র দেখতে পান। পরে তিনি ব্যাগে থাকা মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে আবুল কাশেমের সাথে যোগাযোগ করে তার বাসভবনে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যাগটি নিয়ে যেতে বলেন। বিকালে আবুল কাশেম চেয়ারম্যানের বাসভবনে এসে প্রমাণ দিয়ে ব্যাগটি নিয়ে যান। এ সময় আবুল কাশেম মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিতে চাইলে তিনি সেটা গরীবকে দান করে দেয়ার পরামর্শ দেন।