॥রাকিবুল ইসলাম॥ বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি তার বক্তব্যে, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী সঠিকভাবে পালন করতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ খালেক মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, আবুল কালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মুক্তার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কালুখালীতে জাতীয় শোক দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা
