॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৭ই আগস্ট বিকালে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ঘাটের ভাঙ্গন প্রতিরোধে জরুরী অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের অংশ হিসেবে ডাম্পিংয়ের জন্য প্রস্তুত রাখা বালুভর্তি জিও ব্যাগের মান ও পরিমাণ পর্যবেক্ষণ করেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রবিউল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার দৌলতদিয়া ঘাটের সার্বিক অবস্থা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।