Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মূলঘরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন কর্মসূচী

॥শিহাবুর রহমান॥ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি বিভিন্ন হাট-বাজার ও প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন ওষুধ প্রয়োগ করছেন রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মুসুল্লী।
গতকাল ৭ই আগস্ট সকালে মূলঘর ইউনিয়নের রশোড়া বাজারে মশক নিধন ওষুধ প্রয়োগ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
এ সময় মূলঘর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন মোল্লা, ইউপি সদস্য শাহজাহান মিজি, ফরিদ কাজী, আঃ হালিম মোল্লা, হান্নান মন্ডল, ব্যবসায়ী আঃ সাত্তার মোল্লা, রশোড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইছাক মন্ডল ও যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মুসুল্লী বলেন, সরকারের একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব না। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে। আপনারা আপনাদের বাড়ীর আশপাশে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন এবং অন্যকে সচেতন করুন। তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।