Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উদয়পুর স্কুলে ডেঙ্গু ও মশক নিধনে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির উদয়পুর উচ্চ বিদ্যালয়ে গতকাল ৭ই আগস্ট সকালে ডেঙ্গু ও মশক নিধনে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
উদয়পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম ও পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ডাঃ আনজুয়ারা খাতুন সুমী বলেন, ডেঙ্গু জ্বর কোনো আতঙ্ক নয়। এ বিষয়ে সচেতন হতে হবে। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু ও মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে নিজ বাড়ীর আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্বারোপ করেন তিনি।