Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভ্রাম্যমান আদালতে দৌলতদিয়া থেকে আটক ৪জন মাদকসেবীর জেল

॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ৬ই আগস্ট সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দৌলতদিয়া পতিতাপল্লী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ৪ জন মাদকসেবী এবং ৪০পিস ইয়াবাসহ ১জন মাদক বিক্রেতাকে আটক করে।
এ সময় অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটক ৪জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩মাস করে বিনাশ্রম জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলো ঃ দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের জহিরুল প্রামানিক(৩০), আমিরুল ইসলাম(৩০) ও বিল্লাল শেখ(৪৫) এবং রাজবাড়ী শহরের বিনোদপুর নিউ কলোনী এলাকার তাইজদ্দিন শেখ(৫৮)। এছাড়াও আটককৃত মাদক বিক্রেতা দৌলতদিয়ার বাহিরচর গ্রামের মোহাম্মদ আলী শেখ (৩২)কে উদ্ধারকৃত ইয়াবাসহ গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়।