Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চীনে প্রশিক্ষণ শেষে দেশে ফেরায়॥রাজবাড়ী সদরের ইউইও নাসরিন এবং এইউইও মোশারফকে সংবর্ধনা প্রদান

॥শেখ মামুন॥ চীনে সরকারী প্রশিক্ষণে অংশগ্রহণ করে দেশে ফেরায় রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার (ইউইও) নাসরিন আক্তার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার(এইউইও) মোহাম্মদ মোশারফ হোসেনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডার গার্টেন ওনার্স এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে গত ৫ই আগস্ট বিকালে সদর উপজেলা শিক্ষা অফিসে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ কিন্ডার গার্টেন ওনার্স এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও গোল্ডেন লাইফ কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান, প্রজাপতি মডেল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সুব্রত নন্দী এবং হলি চাইল্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ এম.এ আজিজ বিশ্বাসসহ অন্যান্য কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকগণ ও সদর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কিন্ডার গার্টেন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে কিন্ডার গার্টেন ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন চীনে ৭দিনের সরকারী প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে সম্প্রতি দেশে ফিরে আসেন। চীনে অবস্থানকালে তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সম্যকভাবে অবহিত হন, যার অভিজ্ঞতালদ্ধ জ্ঞান তারা দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজে লাগাবেন।
ইউইও নাসরিন আক্তার কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ ও ২০১৭ সালে পরপর দুই বার রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী। তার স্বামী মোঃ মিজানুর রহমান রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক এবং বর্তমানে প্রেষণে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তাদের দু’জনের বাড়ীই মানিকগঞ্জ জেলায়।
অপরদিকে এইউইও মোহাম্মদ মোশারফ হোসেন ২০১৭ সালে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। তার বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি ১কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী মঞ্জিলা বেগম কাদিরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
ইউইও নাসরিন আক্তার এবং এইউইও মোহাম্মদ মোশারফ হোসেন দু’জনই প্রাথমিক শিক্ষা বিভাগের সৎ, যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। রাজবাড়ী সদর উপজেলায় দায়িত্ব পালনকালে তারা উভয়েই এখানকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।