Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের কল্যাণপুর গ্রামে দিবালোকে যুবকের দুই হাত কর্তনের ঘটনায় ১জন গ্রেফতার॥চাপাতি উদ্ধার

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামে গত ৪ঠা আগস্ট বিকালে যুবক শাহীন খান (৩০)কে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের মধ্যে শাহীন রাঢ়ী (২৮)কে ঘটনার ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে।
এ ঘটনার শিকার শাহীন খানের পিতা হাসেম খান বাদী হয়ে গতকাল ৫ই আগস্ট দুপুরে ৫জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন।
এদিকে ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে গত ৪ঠা আগস্ট দিবাগত রাত ৩টার দিকে ঘটনায় জড়িত শাহীন রাঢ়ী (২৮)কে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। পরে তার দেওয়া তথ্য মতে হাত কাটার ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ৩টি চাপাতি উদ্ধার করেছে। গ্রেফতারকৃত শাহীন রাঢ়ী কল্যাণপুর গ্রামের জাফর রাঢ়ীর ছেলে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত শাহীন রাঢ়ীকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলের আনুমানিক ৩শ’ গজ দূরের আব্বাস গাজীর হলুদ ক্ষেত থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তমাখা ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে। নির্মম এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।