Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের কল্যাণপুরে যুবকের দুই হাত কর্তনের ঘটনায় ৫জনের বিরুদ্ধে থানায় মামলা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে গত ৪ঠা আগস্ট বিকালে শাহীন খান(৩০) নামে এক যুবকের দুই হাত চাপাতি দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।
ঘটনার শিকার শাহীন খানের পিতা হাসেম খান বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন (রাজবাড়ী থানার মামলা নং-৮, তারিখ-০৫/০৮/২০১৯ইং, ধারাঃ ১৪৩/৩০৭/৩২৬/৩৭৯/৩৪ দঃ বিঃ)। এজাহারনামীয় ৫জন আসামী হলো ঃ কল্যাণপুর গ্রামের রহমান গাজীর ছেলে ইসমাইল গাজী(৩২), মৃত মান্নান পাটোয়ারীর ছেলে ইদ্রিস পাটোয়ারী(২৮), জাফর রাঢ়ীর ছেলে শাহীন রাঢ়ী(২৮), আমিন রাঢ়ীর ছেলে লালু রাঢ়ী(৩০) এবং সুরুজ লাঠিয়ালের ছেলে শাহ আলম(২৮)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় ১মাস পূর্বে সামাজিক বিষয় নিয়ে শাহীন খানের সাথে ইসমাইল গাজীর বিরোধ হয়। পরে ইসমাইল নিজেই বিরোধ মিটিয়ে নিয়ে শাহীনের সাথে মিশতে থাকে। গত ৪ঠা আগস্ট বেলা ৩টার দিকে ইসমাইল শাহীনকে বাড়ী থেকে ডেকে কল্যাণপুর কবরস্থানের পাশে নিয়ে কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পর অন্যান্য আসামীরা ধারালো চাপাতি নিয়ে শাহীনকে খুন করতে উদ্যত হয়। তখন শাহীন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইসমাইল তার কোমর থেকে চাপাতি বের করে শাহীনকে লক্ষ্য করে ছুড়ে মারে। সেটি শাহীনের ডান পায়ের হাঁটুর উপর আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে সে পড়ে যায়। তখন আসামীরা তাকে ধরে প্রথমে জবাই করার চেষ্টা করে। এ সময় শাহীন দুই হাত দিয়ে বাঁধা দেয়ার চেষ্টা করলে কয়েক আসামী শাহীনকে চেপে ধরে রাখে এবং ইসমাইল ও ইদ্রিস চাপাতি দিয়ে কুপিয়ে শাহীনের দুই হাত কনুইয়ের উপর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়াও তারা শাহীনের কাছে থাকা নগদ ৭৫হাজার টাকা ও তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন কেড়ে নেয়। শাহীনের আর্ত-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় শাহীনকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সর্বশেষ সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শাহীন আশংকাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ঘটনার পর রাত ৩টার দিকে রাজবাড়ী থানার পুলিশ সদর উপজেলার পাঁচুরিয়া এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৩নং আসামী শাহীন রাঢ়ী (২৮)কে গ্রেফতার করে। পরে তার তথ্য মতে হাত কাটার ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ৩টি চাপাতি উদ্ধার করা হয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত শাহীন রাঢ়ীকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলের আনুমানিক ৩শ’ গজ দূরের আব্বাস গাজীর হলুদ ক্ষেত থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তমাখা ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।