॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে হতদারিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে। গতকাল সোমবার ৫ই আগস্ট দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা দোলোয়ার হোসেন দুলাল মোল্লা হতদরিদ্র মানবতা সহায়ক প্রতিষ্ঠানের উদ্যোগে বিতারণ করা হয়।
এতে এই সংস্থার পরিচালক মোঃ মুরাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক রাজু, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মিজান ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোছাঃ রিজিয়া খাতুন। উপস্থাপনা করেন সদর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১৪০জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী চিনি, দুধ, সেমাই ও পোলাও চাল বিতারণ করা হয়।
রাজবাড়ীতে দারিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
