॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের মাগুড়াডাঙ্গী গ্রামে প্রয়াত জগবন্ধু কুন্ডুর স্মরণে নবনির্মিত সড়ক গতকাল ৪ঠা আগস্ট বিকেলে উদ্বোধন করা হয়েছে।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ফিতা কেটে নবনির্মিত জগবন্ধু কুন্ডু সড়কের উদ্বোধন করেন।
জানা যায়, পাংশার প্রবীন ব্যবসায়ী প্রয়াত জগবন্ধু কুন্ডুর স্মৃতি রক্ষার্থে তার প্রোপৌত্র বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার প্রভাত কুমার কুন্ডু নিজে জায়গা ও অর্থ দিয়ে প্রায় সাড়ে তিনশত ফিট হেরিং রাস্তা নির্মাণ করেন। সেখানে জগবন্ধু কুন্ডু সড়কের স্মৃতি ফলক স্থাপন করা হয়। রাস্তাটি পাংশা মহিলা কলেজ সড়কের নয়ন নিকুঞ্জ ভিলার সামনে থেকে প্রয়াত ডাঃ সন্তোষ কুমার দে’র বাড়ীর সন্মুখ সড়ক পর্যন্ত অবস্থিত।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্মৃতিফলক উন্মোচনসহ ফিতা কেটে সড়কের উদ্বোধন করেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস।
এ সময় প্রয়াত জগবন্ধু কুন্ডুর প্রোপৌত্র বিশিষ্ট ব্যবসায়ী প্রভাত কুমার কুন্ডু, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা নীলমনি পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত ভূষন কুন্ডু, নাট্যশিল্পী হিমাংশু কুন্ডু রকেট, ব্যবসায়ী নিতাই কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোবাদ আলী, ব্যবসায়ী স্বপন কুমার ভক্ত, আব্দুর রাজ্জাক রাজা, মোঃ আব্দুল মালেক, অতুল চন্দ্র কুন্ডু, পাংশা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বিটন কুমার দত্ত, ইয়াজ উদ্দিন ও মোঃ আজাহার সরদারসহ গ্রামবাসী লোকজন উপস্থিত ছিলেন।
পাংশার মাগুড়াডাঙ্গীতে নবনির্মিত জগবন্ধু কুন্ডু সড়কের উদ্বোধন
