Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় তিনতলা বিশিষ্ট নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি গত ১লা আগস্ট দুপুরে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ভবনের চাবি হস্তান্তর অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ পনেরই আগস্টে শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পাংশার বিসমিল্লাহ কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর আলহাজ মোঃ আব্দুল খালেক, এলজিইডি পাংশার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনী, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী সিকদার, মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান, মুক্তিযোদ্ধা ইমান আলীসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। সেই সাথে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা মোঃ জিল্লুল হাকিমের উপস্থিতিতে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ভবন ব্যবহারের অভিমত ব্যক্ত করা হয়।
জানা যায়, পাংশার বিসমিল্লাহ কনস্ট্রাকশন নামের নির্মাণ প্রতিষ্ঠান ২ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার টাকা চুক্তি মূল্যে তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ সম্প্রতি শেষ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে ভবন নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।