Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মহানবীর নির্দেশিত বিধান থেকে দূরে সরে যাওয়ায় বিশ্বের মুসলমানগণ নির্যাতিত হচ্ছে —আল্লামা আবুল কাশেম নূরী

॥আবুধাবী থেকে ওবায়দুল হক মানিক॥ আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ এবং মাদক ও যৌতুক প্রথা বিরোধী আন্দোলনের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, মহানবী(সাঃ) এর জীবনাদর্শ ও তার নির্দেশিত বিধান থেকে দূরে সরে বলে সারা বিশ্বের মুসলমানগণ নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে।
গত ২রা আগস্ট বাদ মাগরিব সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর একটি রেস্টুরেন্টে তাকে দেয়া সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা আবুল কাশেম নূরী আরও বলেন, মাদক ও যৌতুক ইসলামী শরীয়ত মোতাবেক হারাম ও নিষিদ্ধ। বাংলাদেশের প্রচলিত আইনেও তা অপরাধ। সূতরাং সমাজের প্রতিটি স্তরে মাদক ও যৌতুক প্রথা বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক অবক্ষয়ের থেকে রক্ষা পেতে কোরআন-হাদীসের আলোকে জীবনযাপন করতে হবে। এছাড়াও তিনি বিয়ের মোটা অংকের কাবিন ও দেনমোহর পরিহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আমিরাতের আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান নূ.আ.ম বদরুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা নূরুল আমিন ও মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আকতার গ্রুপের কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ আকতার সিআইপি, আলহাজ্ব ওসমান তালুকদার, আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম ও আলহাজ্ব মোহাম্মদ ইউনুস সওদাগর প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে মিলাদ মাহফিলের মোনাজাতে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে এবং আমিরাতের শাসকদের জন্য দোয়া করা হয়।