Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ১৪শত গাছের চারা বিতরণ

॥মইনুল হক মৃধা॥ ‘ভালোর সাথে আলোর পথে’ এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে গতকাল ৩রা আগস্ট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো আরো ৬৫০টি বিভিন্ন ফলজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করেছে।
এর আগে গত ১লা আগস্ট বন্ধুসভার সদস্যরা উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আরো ৭৫০টি গাছের চারা বিতরণ করে। এ নিয়ে বন্ধুসভা সদস্যরা দুই দিনে মোট ১হাজার ৪০০টি গাছের চারা বিতরণ করেছে।
প্রথম আলো বন্ধুসভার সদস্যদের নিজেদের অর্থায়নে উপজেলার সামাজিক বনায়ন(বন বিভাগ) এবং ফরিদপুরের একটি নার্সারী থেকে পেয়ারা, কদবেল, জলপাই, বেদেনা, চালতা, আকাশি, কৃষ্ণচুড়াসহ বিভিন্ন ফলজ ও ঔষুধি গাছ ক্রয় করে। একই সাথে ডেঙ্গু থেকে রক্ষা পেতে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করে।
এসব গাছ ক্রয় করার পর গতকাল শনিবার প্রথমে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে যায়। সেখানে বিদ্যালয়ের প্রায় ১০০জন শিক্ষার্থীর হাতে এসব গাছের চারা বিতরণ করে। এ সময় বন্ধুসভার সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করে বন্ধুসভার ‘তিন চোখ’ বিশিষ্ট লোগো আকৃতি ধারণ করে দাঁড়িয়ে যায়। এ সময় তাদের প্রত্যেকের হাতে চারা গাছ থাকে। পরবর্তীতে পর্যায়ক্রমে আব্দুল হালিম মিয়া কলেজ, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫০টি গাছের চারা প্রদান করে দ্বিতীয় দিনের মতো বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন করে। আগামীকাল সোমবার বন্ধুসভার উদ্যোগে আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানসহ ও শহরের বদিউজ্জামান বেপারী পাড়া কালুড় মোড় থেকে বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় বিভিন্ন ফলজ ও ঔষুধি গাছ রোপন করার সিদ্ধান্ত নেয়।
এর আগে গত বৃহস্পতিবার প্রথমে গোয়ালন্দ প্রপার হাই স্কুলে ১০০ শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হয়।
এসব গাছ বিতরণকালে উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি উপদেষ্টা আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, বন্ধুসভার মুহাম্মদ বাবর আলী, সাবেক সভাপতি শেখর আহমেদ বাবু, সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জীবন চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ সাহা, পাঠাগার বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ডাঃ জাকির হোসেন, ক্রিয়া বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ, সদস্য শামছুল হক, একরামুল হক সজিব, ক্রিয়া বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রবাসী সদস্য কামাল হোসেন(যিনি গাছ ক্রয়ের ব্যাপারে নগদ অর্থ প্রদান করেছেন), সদস্য নিলয় রানা, প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক রায়হান প্রমূখ। এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এভাবে বিভিন্ন মূল্যবান গাছের চারা বিতরণ করায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বন্ধুসভার ভালো কাজকে সাধুবাদ জানান।
শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ সরকার বলেন, বন্ধুসভার উদ্যোগে এর আগেও আমরা বিদ্যালয়ে গাছ রোপন করেছিলাম। এবার তারা ছুটে এসেছে বৃক্ষ রোপন করতে। তবে এবার কিছুটা ভিন্নতা ছিল। শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে বহু ধরনের গাছের চারা। এছাড়া আমাদের বিদ্যালয়ে একটি প্রথম আলো বিনামূল্যে পড়তে পারছি।
প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বলেন, বন্ধুসভার উদ্যোগে আমরা বিদ্যালয়ে একটি প্রথম আলো বিনামূল্যে পড়তে পারছি। এছাড়া প্রথম আলো সব সময় ভালোর সাথে থাকে। প্রথম আলো এবং বন্ধুসভার মঙ্গল কামনা করছি।