Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আফতাব উদ্দিন মিয়ার কুলখানী অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের প্রাক্তন গণিত শিক্ষক এবং রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা আফতাব উদ্দিন মিয়ার কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৩রা আগস্ট বাদ যোহর রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কের মরহুমের নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই সহস্রাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আফতাব উদ্দিন মিয়া (৮৫) গত ১লা আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই রাত সোয়া ২টায় ঢাকার ইস্কাটন গার্ডেনের মসজিদে প্রথম এবং গত ২রা আগস্ট বাদ জুম্মা রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে তার মরদেহ ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৭ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।