॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন পবিত্র ঈদুল আযহা ও ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ.জে মিন্টু’র ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডব্যাপী মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
গত ২রা আগস্ট থেকে শুরু হওয়া এই মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদুল আযহার সময় পর্যন্ত চলমান থাকবে।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ.জে মিন্টু বলেন, প্রতি বছরই ঈদের সময় ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে থাকি। এ বছর আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই জোরালোভাবে ওয়ার্ডব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছি। ওয়ার্ডবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা নিজ বাড়ী ও আশেপাশের জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। পানি জমতে দিবেন না। মশার উৎপত্তিস্থলগুলো ধ্বংস করবেন। তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।
পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ.জে মিন্টু আরও বলেন, ৫নং ওয়ার্ড বরাবরই অবহেলিত থাকে। এই ওয়ার্ডের রাজবাড়ী সদর হাসপাতাল ও টেকনিক্যাল স্কুলের মাঝখানের রাস্তার পাশ দিয়ে ১শ’ ফুটের যে ক্যানেলটি রয়েছে তাতে সবসময়ই পানি জমে থাকে। এতে হাসপাতালের রোগী ও টেকনিক্যালের শত শত শিক্ষার্থী মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় এখান থেকে ভয়াবহভাবে ডেঙ্গু বা এডিস মশার সংক্রমণ হওয়ার আশংকা রয়েছে। তাই অনতিবিলম্বে ক্যানেলটির অপর প্রান্তের সাথে সংযোগ ড্রেন করে দেয়া খুব প্রয়োজন। ইতিপূর্বে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং সাবেক জেলা প্রশাসক শওকত আলী ক্যানেলটি পরিদর্শন করেন। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং টেকনিক্যালের প্রিন্সিপাল একাধিকবার পৌর মেয়রকে চিঠি দিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী নিজেও স্থানটি পরিদর্শন করে আশ্বাস দিয়েছেন। কিন্তু অদ্যাবধি তা করেননি। তিনি(এ.জে মিন্টু) সবসময় ৫নং ওয়ার্ডবাসীর পাশে থেকে ব্যক্তিগতভাবে যতদূর সম্ভব তাদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সমাজসেবক এ.জে মিন্টু গত ২৮শে জুলাই অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি, নূরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি।
রাজবাড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
