Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর বধ্যভূমিতে আলোচনা সভা-মোমবাতি প্রজ্জলন ও দোয়া

॥মোখলেছুর রহমান॥ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কালুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালুখালী বদ্ধভূমিতে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গতকাল ২৫শে মার্চ বিকেল ৫টায় কালুখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে কালুখালী রেলস্টেশন সংলগ্ন বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে ৫টায় বধ্যভূমিতে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শাহ আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) মোঃ আকামত আলী, ডেপুটি কমান্ডার আঃ খালেক মাষ্টার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও জেলা মুক্তিযোদ্ধা সদস্য শওকত আলী ফকির প্রমুখ।
এ সময় অন্যানের মধ্যে রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদ্য রতনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি খোন্দকার আনিছুল হক বাবু, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলী মোল্লা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তন্ময় চক্রবর্তী শুম্ভু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ আরাফাত হোসেন, মোঃ জাকির হোসেন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মুন্নি চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের আহাবায়ক মির্জা বুলবুল আহম্মেদ, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম জোয়াদ্দার, মহিলা নেত্রী রেহেনা পারভীন, ফাতেমা খাতুন, রতনদিয়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি আঃ রহমান, উপজেলা ছাত্রলীগের আওয়াবায়ক সুমনসহ কালুখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সন্ধা সাড়ে ৬টায় মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে শহীদদের স্মরণে রেলস্টশন মসজিদের ইমাম হাফেজ মোঃ মুক্তার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।