Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মৌরাট ইউপিতে আওয়ামী লীগ নেতা সিরাজ মুন্সীর স্মরণ সভা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সীর স্মরণ সভা গতকাল ২রা আগস্ট অনুষ্ঠিত হয়।
মৌরাট ইউপি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, আওয়ামী লীগ নেতা মোঃ সহিদুজ্জামান(সহিদ বিশ্বাস), পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী সরদার প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মৌরাট ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে আজাদ, মৌরাট ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেছমত আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বকুল ও আমির হোসেন মহাজন, মোঃ আব্দুল জব্বার মাস্টার, আজগর আলী মিয়া, ইউপি মেম্বার শওকত আলী মন্ডল ও এনায়েত হোসেন এনা, মৌরাট ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রইচ উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক বেনু মাধব বিশ্বাস, সরকারী তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুন্সী জাহিদুল ইসলাম সবুজ, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগদুলী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মতিয়ার রহমান।
জানা যায়, মৌরাট ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম মুন্সী গত ১৯শে জুন ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩শে জুন মৌরাট ইউপির বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মালঞ্চী গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৌরাট ইউপি আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার স্মরণসভা, দোয়া ও ফাতেহা অনুষ্ঠানের আয়োজন করা হয়।