॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন মোঃ আক্কাস আলী মোল্রা।
গত ২৬শে জুলাই মূলঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তাকে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করা হয়। মোঃ আক্কাস আলী মোল্লা রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক।
পুনরায় মূলঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়ে মোঃ আক্কাস আলী মোল্লা বলেন, ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগকে ইউনিয়নের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করবো এবং সকলকে সাথে নিয়ে মিলেমিশে দল পরিচালনাসহ ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো।
মোঃ আক্কাস আলী মোল্লা আরও বলেন, আমি শহীদওহাবপুর ইউনিয়নের বড়নূরপুর গ্রামে জন্মগ্রহণ করি। আমার পিতা মরহুম শমসের আলী মোল্লা ছিলেন মুক্তিযোদ্ধাদের রানার এবং রাজবাড়ী সদর সাব-রেজিস্ট্রি অফিসের একজন সুনামধন্য দলিল লেখক। মুক্তিযোদ্ধাদের সময় আমাদের গ্রামের বাড়ীতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। আমার বড় ভাই গোলাম মোস্তফা ওরফে শাহজাহান মোল্লা রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। আমার ভাতিজা নাসিমুল হক রনি মূলঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, পরবর্তীতে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাজবাড়ী সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। আমার পিতা মরহুম শমসের আলী মোল্লা শহীদওহাবপুর ইউনিয়নের বড়নূরপুর গ্রামের বাড়ী রেখে মূলঘর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে বাড়ী করার পর আমি উক্ত বাড়ীতে বসবাস করা শুরু করি। মূলঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। পরে ২০১৪ সালের কাউন্সিলে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। সর্বশেষ গত ২৬/০৭/২০১৯ইং তারিখে অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে আমাকে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়াও আমি ২০১৪ সালে কুটিরহাট বণিক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। আমি মূলঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনে ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।
মূলঘর ইউপির ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি পুনঃ নির্বাচিত হলেন আক্কাস
