Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের নাম বঙ্গবন্ধুর নামে রূপান্তরিত হতে চলেছে

॥আবুধাবী থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আর আমিরাতের প্রাদেশিক শহর রাস আল খাইমাহ্র ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল’-এর নাম বঙ্গবন্ধুর নামে রূপান্তরিত হতে যাচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্কুলটির নাম পরিবর্তিত হতে চলেছে। প্রস্তাবিত নতুন নাম হতে যাচ্ছে ‘শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল’। একই সঙ্গে ৬শতাধিক শিক্ষার্থীর স্কুলটির ভবন জটিলতার অবসানও হতে চলেছে।
এ বিষয়টি অবহিত করতে গত ৩০শে জুলাই স্কুলের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের স্মৃতিচিহ্ন স্বরূপ স্কুলটি বঙ্গবন্ধুর নামে রূপান্তরিত হতে যাচ্ছে। এর পাশাপাশি নতুন জায়গায় বৃহৎ পরিসরে স্কুলটি স্থাপনের লক্ষ্যে গত ৩০শে জুলাই রাস আল খাইমাহ্ ইকোনমিক জোন কর্তৃপক্ষের সাথে ৫০ বছর মেয়াদী জমির লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৯৯১ সালে রাস আল খাইমাহ্তে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ৮৭ হাজার বর্গফুট আয়তনের নতুন ভবন তৈরী ও অন্যান্য খরচ মিলে প্রায় ১৫ মিলিয়ন দিরহাম লাগবে। কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সফরকালে অর্থ সহায়তার আশ্বাস দেন। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ী ও প্রতিষ্ঠিত প্রবাসী আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন।