Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে ওয়েড’র সহায়তায় ভেড়া পালনে ভাগ্য ফিরছে গড়াই পাড়ের দরিদ্র নারীদের

॥শেখ মামুন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়ায় গড়াই নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে গুচ্ছ গ্রাম। সেখানে রয়েছে বেশ কিছু ছিন্নমূল মানুষের বসবাস। যাদের জীবন চলার অবলম্বন বলতে কিছুই নেই। অতি কষ্টে তাদের দিন কাটে।
এ অবস্থায় ‘ওয়েড’ নামের স্থানীয় একটি এনজিও ২০১৫ সালে বিএনএফ-এর আর্থিক সহায়তায় সেখানকার ২০ জন নারীকে ১টি করে ভেড়া প্রদান করে। ইতিমধ্যে তারা সেই ১টি ভেড়া থেকে ১০/১২টি করে ভেড়া উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং সেগুলো বিক্রি করে লাভবানও হয়েছে। ভেড়া দ্রুত বর্ধনশীল ও বছরে দু’বার একাধিক বাচ্চা দেওয়ায় সেখানকার বাসিন্দারা ভেড়া প্রতিপালনে আগ্রহী হয়ে উঠছে। চলতি বছর বিএনএফের আর্থিক সহায়তায় ওয়েডের উদ্যোগে আরও ৪০ জনের মধ্যে ১টি করে ভেড়া প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ওয়েডের নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু বলেন, চর এলাকার মানুষের যাদের জমিজমা নেই তারা ইচ্ছা করলেই কিছু একটা করতে পারে না। এই ভেড়া তাদের জন্য অনেক সহায়ক হয়েছে। আশা করি, এই ভেড়া পালনের মধ্য দিয়ে এসব পিছিয়ে পড়া মানুষের ভাগ্য ফিরবে।