॥মনির হোসেন॥ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় চলতি ২০১৮-১৯ অর্থবছরে রাজবাড়ীর কালুখালী উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১লা আগস্ট দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪০০ জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ্ আল মাহমুদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য করিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল বই, পানির পট, ব্যাগ, জ্যামিতি বক্স, রেইন কোট ইত্যাদি।