॥মনির হোসেন॥ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজবাড়ী জেলার কালুখালী থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১শে জুলাই বেলা ১২টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ্, অন্যান্যের মধ্যে জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম লাবু ও জামির হোসেন জয় প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন বলেন, পুলিশ জনগণের শত্রু নয়-বন্ধু। তাই আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সর্বদা তাদের পাশে থাকবে। মাদকের সঙ্গে কোন আপোষ নাই। যারা অপকর্মের সাথে জড়িত তাদের কোন ছাড় নেই। তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কালুখালী থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
