Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী পৌর কর্মচারীদের কর্মবিরতিতে জিম্মি রয়েছে টিকা গ্রহণকারী শিশুরা!

গত ৩সপ্তাহ যাবৎ সারা দেশের পৌরসভার কর্মচারীরা তাদের দাবী আদায়ের জন্য কর্মবিরতি পালন করছে। তাদের এই কর্মবিরতির ফলে টিকা গ্রহণকারী নবজাতক শিশুরা জিম্মি হয়ে পড়েছে। রাজবাড়ী ম্যাটার্নিটির(মাতৃ মঙ্গল কেন্দ্রের) এই টিকাদান কেন্দ্রটিতে পৌরসভার স্বাস্থ্য কর্মীরা প্রতি সপ্তাহের ২দিন (রবি ও মঙ্গলবার) শিশুদের টিকা দিতেন। কিন্তু তাদের কর্মবিরতির ফলে নির্ধারিত দিনে দূর-দূরান্ত থেকে শিশুদের নিয়ে আসা অভিভাবকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও জরুরী টিকা দিতে না পেরে ফিরে যাচ্ছেন -মাতৃকণ্ঠ।