Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আমিরাতের আজমান শাখার পরিচিতি সভা

॥ওবাইদুল হক মানিক॥ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংযুক্ত আরব আমিরাতের আজমান শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা গত ২৬শে জুলাই আজমান স্পাইসি এশিয়ান রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনছুর সবুর। সংগঠনের আজমান শাখার সভাপতি হাসান জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ সারওয়ারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইউএই শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিসেস কাউসার নাছ, অন্যান্যের মধ্যে ইউএই শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বারেকউজ্জামান, মহিলা সম্পাদিকা নিশাত জাহান, সদস্য শেখ নূরুল ইসলাম রাশেদ, দুবাই শাখার সভাপতি আবু নাসের চৌধুরী, আজমান শাখার উপদেষ্টা মোহাম্মদ শাফায়েত উল্লাহ সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান ও অর্থ সম্পাদক আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মনছুর সবুর বলেন, ‘আওয়ামী লীগ সরকারে থাকলে দেশ ও জাতির উন্নয়ন হয়। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের এতো উন্নয়ন। বাংলাদেশ ইতিমধ্যে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।’ আলোচনার শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।