Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে এম. সেতারা ট্রেড ইন্টারন্যাশনাল হজ্ব এজেন্সীর শাখা কার্যালয়ে হাজীদের বিদায়ী অনুষ্ঠান

॥স্টাফ রিপোর্টার॥ হুরে জান্নাত হজ¦ ও ওমরা কাফেলা এম. সেতারা ট্রেড ইন্টারন্যাশনাল হজ¦ এজেন্সী (হজ্ব লাইসেন্স নং-৯১৪) রাজবাড়ী শাখা অফিসের মাধ্যমে পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন ১৭জন।
এ উপলক্ষে গতকাল ২৯শে জুলাই দুপুরে রাজবাড়ী শহরের ১নং রেলগেট সংলগ্ন নজরুল টাওয়ারের দোতলায় এম. সেতারা ট্রেড ইন্টারন্যাশনাল হজ্ব এজেন্সীর শাখা কার্যালয়ে এসব হজ্বযাত্রীদের নিয়ে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আঃ রহিম মোল্লা, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জেল হোসাইন, আলহাজ্ব হাফেজ মাওঃ আলাউদ্দিন আল আজাদ, আলহাজ্ব মোঃ আবু জাফর বাবু, মাওলানা আবু সাইদ তাইয়েবী, মুফতি মাওলানা মোঃ তৌহিদুর রহমান, হাফেজ মাওলানা আরাফাত হোসাইন, সাদীপুর মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল খালেক প্রমুখ হজ্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এম.সেতারা ট্রেড ইন্টারন্যাশনাল হজ¦ এজেন্সীর সহকারী এমডি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুল খালেক জিহাদী জানান, এম. সেতারা ট্রেড ইন্টারন্যাশনাল হজ্ব এজেন্সীর মূল উদ্দেশ্যে হচ্ছে হাজীদের সর্বোচ্চ সেবা করা। আমরা হাজীদের সেই কাঙ্খিত সেবাটাই করে আসছি। এ ধারা আমরা অব্যাহত রাখবো।
২০২০ সালের হজ্ব ও ওমরা পালনের জন্য বুকিং চলছে বলেও জানান এম. সেতারা ট্রেড ইন্টারন্যাশনাল হজ্ব এজেন্সীর সহকারী এমডি রাজবাড়ীর সন্তান আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুল খালেক জিহাদী।