Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে চরভদ্রাসনের বাড়ীতে এসে এক গ্যারেজ মিস্ত্রীর মৃত্যু

॥মাহবুব হোসেন পিয়াল॥ ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গ্রামের বাড়ীতে এসে সেলিম বিশ্বাস(৪০) নামের এক গ্যারেজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক বাছারডাঙ্গী গ্রামের মৃত কদম বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস দীর্ঘদিন ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি মোটর গ্যারেজে মিস্ত্রীর কাজ করতো। মাসখানেক আগে সে নিজেই একটি গ্যারেজ খুলে ব্যবসা করে আসছিল। গত ২৫শে জুলাই সে জ্বরে আক্রান্ত হয়। পরের ২দিন ফার্মেসী থেকে ওষুধ কিনে খেলেও জ্বর না সারায় গত ২৮শে জুলাই বিকালে সে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে চলে আসে। এরপর চরভদ্রাসনের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু জ্বরসহ রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হয়। গত রবিবার রাতেই সেখানে ভর্তি হওয়ার গতকাল ২৯শে জুলাই ভোর রাতে তার মৃত্যু হয়। বাদ যোহর নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।