Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় রিক্সা চালকের বসতঘর থেকে অর্ধ-শতাধিক গোখরা সাপের বাচ্চা উদ্ধার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার হামিদ খাঁর হাট এলাকায় ইউনুস নামের এক রিক্সা চালকের বসতঘর থেকে অর্ধ-শতাধিক বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার হয়েছে। গতকাল ২৯শে জুলাই দুপুরে রাজবাড়ীর সাপুড়ে লিটন সরদার সেগুলো উদ্ধার করে। তবে মা গোখরা সাপটিকে সে ধরতে পারেনি -কাজী তানভীর মাহমুদ।