Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে লালন স্মরণ উৎসব

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার আদি ভাব লালন চর্চা কেন্দ্রের আয়োজনে গত ২৭শে জুলাই রাতব্যাপী লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আদি ভাব লালন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বাউল রুপক সাহা। অনুষ্ঠানের শুরুতে লালনের আত্ম-দর্শন ও মানব প্রেম বিষয়ে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ফয়সাল, শেখ মনিরুজ্জামান ফকীর, লিয়াকত হোসেন ও জাহাঙ্গীর সাধু প্রমুখ।
বক্তাগণ ফকির লালন সাঁই’র মানব প্রেম ও আত্ম-শুদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাতব্যাপী অনুষ্ঠানে লালন ভাব সঙ্গীত পরিবেশন করেন প্রবীণ সাধু গুরু বাউল মুক্তার দেওয়ান, বাউল মোহিনী সরকার, ফকির ইমান আলী সাঁই, আবু সাইদ বয়াতী, বাউল রতন সরকার, বাউল রওশন আরা বেগম, বাউল শিরিয়া বেগম, মিলন বাউল প্রমুখ।
উৎসবের সমাপনী বক্তব্যে আদি ভাব লালন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বাউল রুপক সাহা বলেন, লালন ফকির ছিলেন মানবতার সাধক। তিনি মানব ধর্মের কথা বলেছেন।