Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ট্রাক চালকের বাড়ী থেকে সাড়ে ৪হাত লম্বা গোখরা সাপ উদ্ধার

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী শহরের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার গোপীনাথদিয়ার ট্রাক চালক মোঃ উম্বারের বাড়ীর বসতঘর থেকে সাড়ে ৪হাত লম্বা বিষধর গোখরা সাপ ধরা পড়েছে। গত ২৬শে জুলাই দিবাগত রাত ১২টার দিকে সাপুড়ে লিটন সরদার সাপটি ধরেন।
সাপুড়ে লিটন বলেন, খবর পেয়ে ওই বাড়ীতে গিয়ে তাদের বসতঘরের মধ্যে লুকিয়ে থাকা খয়েরী রংয়ের গোখরা সাপটি ধরি। সাপটি সাড়ে ৪হাত লম্বা এবং সম্পূর্ণ বিষধর।
লিটন আরো বলেন, বর্ষার এই মৌসুমে সাপের আনাগোনা বেড়ে যায়। তাই সবাইকে বলবো বাড়ী-ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।