Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর অংকুর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

॥স্টাফ রিপোর্টার॥ শিক্ষার্থীদের ক্লাসমুখী হয়ে যথাযথভাবে পাঠ গ্রহণে মনোযোগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
গতকাল ২৭শে জুলাই সকালে অংকুর স্কুল কলেজ পরিদর্শনকালে বিদ্যালয়ের এসেম্বলীতে জাতীয় সংগীত পরিবেশনের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি আহ্বান জানান।
জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে মাদকের অপব্যবহার, বাল্য বিবাহ নিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ক্লাসে মনোযোগী হওয়া এবং সাম্প্রতিক সময়ে ছেলেধরা গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এরপর জেলা প্রশাসক শ্রেণী কক্ষগুলো ঘুরে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অধীত বিষয়ে শিক্ষার্থীগণ পারঙ্গম কি না তা যাচাই করেন। শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের গভর্নিং বডির সভায় মিলিত হন।
জেলা প্রশাসক বিদ্যালয়টি পরিদর্শনকালে বাল্য বিবাহ রোধ এবং ছাত্রীদের উপস্থিতির হার বৃদ্ধির জন্য হোম ভিজিটসহ অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, সহপাঠ কার্যক্রম জোরদারকরণ, পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেণী কক্ষে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পাঠদান, সাম্প্রতিক সময়ের ছেলেধরা গুজব সম্পর্কে সচেতনকরণ এবং যুগপৎভাবে সকল শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে দায়িত্ব পালনের জন্য অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলীকে পরামর্শ প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক বিদ্যালয় চত্ত্বরে গাছের চারা রোপন করেন।