॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে গতকাল ২৭শে জুলাই বেলা ১১টায় বিদ্যালয়ে হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম মৃধা, সিনিয়র শিক্ষক ভবেশ চন্দ্র দাস, ১০ম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক উন্নতি শর্মা, আলাদীপুর আর.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আখতার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করে সন্তানদের মানুষ করার জন্য অভিভাবকদের প্রতি এবং কেউ যাতে জঙ্গীবাদে জড়াতে না পারে তার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ ছাড়াও তিনি ও অন্যান্য বক্তাগণ গলাকাটার গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সবার অগ্রণী ভূমিকা পালনসহ সজাদ দৃষ্টি রাখার আহ্বান জানান।
আলোচনা পর্বের শেষে শিক্ষকগণ অভিভাবকদের মধ্যে ফলাফলের নম্বরপত্র বিতরণ করেন।
আলাদীপুর উচ্চ বিদ্যালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ
