Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ২৫ মণ ওজনের ষাঁড় কালা পাহাড়কে দেখতে ভীড়

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি খামারে বেড়ে উঠেছে ফ্রিজিয়ান জাতের বিশালাকৃতির একটি ষাঁড় গরু। যার বর্তমান ওজন ২৫ মণ। ষাঁড়টির এমন বিশালাকৃতি ও শরীরের রং কালো হওয়ায় খামারী ভালোবেসে তার নাম দিয়েছেন কালা পাহাড়। গরুটিকে দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অনেক লোকজন ভীড় জমাচ্ছেন, আসছেন ক্রেতারা।
কালাপাহাড়ের মালিক খামারী নিলুফার বেগম বলেন, পরম মমতায় গত ৩বছর ধরে তিনি কালা পাহাড়ের যতœ করে আসছেন। সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ও নিয়মিত যতেœই ধীরে ধীরে এমন বিশাল হয়ে উঠেছে ষাঁড়টি। তার খামারে বর্তমানে কোরবানীর উপযোগী ১৫টি ষাঁড় রয়েছে। প্রতিটি গড়ে ১৫ মণ ওজনের। এদের মধ্যে কালা পাহাড়ের ওজন ২৫ মণ। প্রতিদিন তাকে প্রায় ৪০ কেজি কাঁচা ঘাস, ভুট্টা, ধানের কুড়া, মোটা ছাল ও খড় খেতে দেয়া হয়। দিনে কমপক্ষে তিনবার গোসল করানো হয়। পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলে কালা পাহাড়ের দেখাশোনা। এখনও ষাঁড়টির অনেক টাকা দাম হচ্ছে, তবে কোরবানীর ঈদের যেহেতু আরও কিছু দিন বাকী আছে তাই দেখি কত টাকা দাম হয় কালা পাহাড়ের।
পাংশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও পাংশার কয়েকশ’ খামারে কোরবানীর পশু পালন করছেন খামারীরা। খামারীদেরকে নিয়মিত প্রশিক্ষণ, সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। বিশাল আকারের কালা পাহাড়ের প্রতি সবসময় নজরদারী রাখা হয়েছে। উন্নত জাতের এই গরুটি কালো রংয়ের ফ্রিজিয়ান জাতের। প্রাকৃতিক উপায়েই ষাঁড়টি পালন করেছেন খামারী।