Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আজাদী ময়দানে ফলদ বৃক্ষমেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৬শে জুলাই বিকালে রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানে চলমান ফলদ বৃক্ষমেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নার্সারীর লোকজনের সাথে কথা বলেন। এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, এনডিসি মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন -চঞ্চল সরদার।