রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৬শে জুলাই বিকালে রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানে চলমান ফলদ বৃক্ষমেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নার্সারীর লোকজনের সাথে কথা বলেন। এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, এনডিসি মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন -চঞ্চল সরদার।
আজাদী ময়দানে ফলদ বৃক্ষমেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক
