Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সেনাবাহিনীর স্নাইপার দল ‘স্নাইপার ফ্রন্টিয়ার’ প্রতিযোগিতায় অংশ নিতে বেলারুশ যাচ্ছে

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার দল আগামী ২৮শে জুলাই বেলারুশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এই দলটি ৩য় বারের মত ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতা-২০১৯’র ‘স্নাইপার ফ্রন্টিয়ার’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কর্নেল হুমায়ুন কাইয়ুম দলের নেতৃত্বে রয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিবছর ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার দল তৃতীয় বারের মত এবছরও ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
গতকাল শুক্রবার আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, চার জন অফিসার স্নাইপার, চার জন সৈনিক স্নাইপার ও এক জন পর্যবেক্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এবারের প্রতিযোগিতায় সর্বমোট ৩১টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য প্রতিবেশী রাষ্ট্রসহ আঞ্চলিক ও মহাদেশীয় রাষ্ট্রসমূহের সাথে সখ্যতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহের সামরিক দক্ষতার মান প্রদর্শন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাছাইকৃত স্নাইপারবৃন্দ ২০১৭ সালে কাজাগিস্তানে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৭ম স্থান এবং ২০১৮ সালে বেলারুশে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ম স্থান অর্জন করে।