Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

॥মনির হোসেন॥ কালুখালী উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ২৫শে জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, কালুখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাইনুল ইসলাম হাওলাদার এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণনের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই আপনাদেরকে সবসময় জনগণের পাশে থাকতে হবে। জনগণের সাথে মিশে কাজ করতে হবে। জনগণের সুবিধা-অসুবিধা দেখতে হবে। উপজেলার উন্নয়নে কাজ করতে হবে। তিনি সবাইকে সাথে নিয়ে নবগঠিত কালুখালী উপজেলাকে গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়াও তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে সবসময় সত্যের সাথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বলেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। ভালো কাজের জন্য সবসময় আপনারা আমাকে পাশে পাবেন।