॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানে ৫দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৪শে জুলাই সকালে রাজবাড়ী জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্বর থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।
এরপর প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী ফিতা কেটে মেলার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলার মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান ও সামাজিক বন বিভাগের ফরিদপুর অঞ্চলের সহকারী বন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যাসহ বৃক্ষ রোপণ অভিযানের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে অন্তত ৩টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান।
আলোচনা সভার শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের পর অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, ৫দিনব্যাপী (২৪-২৮শে জুলাই) এই বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষ মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সামাজিক বন বিভাগ ও বিভিন্ন নার্সারীর স্টল রয়েছে।
রাজবাড়ীতে ৫দিনের বৃক্ষ রোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা শুরু
