Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কসবামাজাইল ফের অশান্ত॥দুই গ্রুপের সংঘর্ষে বাড়ী-ঘর ভাংচুর

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ইউপিতে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল ২৪শে জুলাই ভোরে সুবর্ণকোলা গ্রামে কসবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান এবং আওয়ামী লীগ নেতা জর্জ আলী বিশ্বাসের লোকজনের মাঝে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে ২০/২০টি বাড়ী-ঘর ভাংচুর করাসহ কয়েকজন গুরুতর আহত হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহের নেতৃত্বে পাংশা মডেল থানা পুলিশ ও কসবামাজাইল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযান চালিয়ে কিছু দেশীয় অস্ত্র ও ঢাল-সরকী উদ্ধার করে পুলিশ।
জানা যায়, পূর্ব দ্বন্দ্বের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার ভোর ৫টার দিকে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করাসহ পুনরায় সংঘর্ষের আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র কসবামাজাইল ইউনিয়নকে অশান্ত করে রেখেছে। প্রায়ই তাদের হাতে এলাকার সাধারণ মানুষ নির্যাতনের শিকার হওয়াসহ সন্ত্রাসীরা বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট করে। এলাকাবাসীর দাবী, ঘটনার খবর পেয়ে প্রথমে কসবামাজাইল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌছালেও সন্ত্রাসীদের তান্ডব থামাতে পারেনি।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ জানান, কসবামাজাইল ইউপিতে গতকাল বুধবার ভোরে দু’গ্রুপের লোকজনের মাঝে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।