॥চঞ্চল সরদার॥ দৌলতদিয়ায় কৃষক লীগের নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ী জেলা কৃষক লীগের উদ্যোগে গতকাল ২৪শে জুলাই বিকালে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলগেটের শহীদ স্মৃতি ফলক চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান, বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আঃ মতিন শেখ, সদস্য সচিব মোফাজেল হোসেন মিঠু, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোমিন শেখ, গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব লিটন আলী, জেলা কৃষক লীগের সদস্য ও মিজানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন আলাল, রাজু আহমেদ, মাইনুদ্দিন সরদার, দুলাল সেখ, মনির খান, কমল কুমার সরকার, গৌতম কুমার সাহা, হাবিব শেখ, রাসেল মন্ডল, মোক্তার হোসেন, আঃ রাজ্জাক রনি ও দোলেয়ার হোসেন রনিসহ কৃষক লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন।
পথসভায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান বলেন, আমরা কয়েকদিন করে আওয়ামী লীগের মনোনীত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম মন্ডলের নৌকা প্রতীকের পক্ষে কাজ করছিলাম। গত ২৩শে জুলাই বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থানকালে অপর প্রার্থী আব্দুর রহমান মন্ডলের নির্দেশে আমাদের উপর হামলা করা হয়। এতে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ হই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
দৌলতদিয়ায় হামলার প্রতিবাদে রাজবাড়ী জেলা কৃষক লীগের বিক্ষোভ মিছিল॥পথসভা
