Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সরকারী কলেজ থিয়েটারের প্রথম প্রযোজনা ও উদ্বোধনী মঞ্চায়ন

॥চঞ্চল সরদার॥ ‘শিল্প সাহিত্যে গড়ব মন, ঋদ্ধ হবে মানব জীবন’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী সরকারী কলেজ থিয়েটারের প্রথম প্রযোজনা ও উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে জুলাই বেলা ১২টায় কলেজের মুক্ত মঞ্চে নবগঠিত ‘কলেজ থিয়েটার’-এর আয়োজনে ও পরিবেশনায় এবং স্বদেশ নাট্যঙ্গনের সহযোগিতায় এই প্রযোজনা ও উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
কলেজ থিয়েটারের আহ্বায়ক কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আঃ সালাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দীপক কুমার কর্মকার, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আকতার হোসেন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান, স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি তপন কুমার দে, নির্দেশক ও আঞ্চলিক সমন্বয়কারী পিপলস থিয়েটার এসোসিয়েশনের নাট্যকার ম. নিজাম এবং বাংলাদেশ যুব থিয়েটার নাট্য আন্দোলনের নির্দেশক-প্রশিক্ষক ও নাট্যকার হাবিব তাড়াশী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহরিয়া রহমান। এ সময় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি আশিক মাহমুদ এবং কলেজ থিয়েটারের সদস্য সচিব ও স্বদেশ নাট্যঙ্গনের সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদারসহ কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, কলেজের থিয়েটারের আজকের এই শুভযাত্রায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সংস্কৃতির অন্যতম একটা ধারা হচ্ছে নাটক। নাটকের সঙ্গে যারা জড়িত থাকে, সংস্কৃতির যে কোন ধারা যে কোন উপাদানের সাথে যারা সম্পর্কিত থাকে তারা কখনো সন্ত্রাস করে না, কখনো জঙ্গী হতে পারে না। তাই শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে তোমরা সংস্কৃতির এই ধারাগুলোর সাথে নিজেদেরকে সম্পর্কিত করো, আধুনিক-সংস্কৃতিমান হিসেবে নিজেকে গড়ে তোল।
আলোচনা পর্বের শেষে সালাম তাসিরের রচনায় ও শেখ গোলাম রাসেল নির্দেশনায় টিকলি নাটক মঞ্চস্থ হয়। পরে নবগঠিত কলেজ থিয়েটারের ১১সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠিত হয়।