Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২০শে অক্টোবর

॥মারুফ হাসান॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষায় বসায় সুযোগ থাকছে না।
ভর্তি পরীক্ষা আগামী ২০শে অক্টোবর শুরু হয়ে ২২শে অক্টোবর পর্যন্ত চলবে। গতকাল বুধবার সকালে বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এসব তথ্য নিশ্চিত করে জানান, পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৩রা সেপ্টেম্বর। চলবে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত আবেদন ১৭ই সেপ্টেম্বর শুরু হয়ে ৩০শে সেপ্টেম্বর শেষ হবে।
এর আগে ভর্তি পরীক্ষা উপ কমিটি মাত্র তিনটি ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত এই সভায় বহাল রাখা হয়। সেখানে এ ইউনিটে অধিনে মানবিক, সামাজিক বিজ্ঞান অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর পরীক্ষা হবে। এই ইউনিটে থাকবে বিভাগ পরিবর্তনের সুযোগ। বি ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ১জন স্টুডেন্ট শুধু একটি ইউনিট এ পরীক্ষা দিতে পারবে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। পরবর্তীতে উত্তীর্ণরা ১৯৮০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে পারবে।
লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। ৬০ নাম্বার এমসিকিউ এবং লিখিত ৪০ নম্বর। লিখিত সংক্ষিপ্ত ২০টি প্রশ্নে ৪০ নম্বর। এমসিকিউ প্রশ্ন ৬০টি যার সময় ৫০ মিনিট। লিখিত প্রশ্নের জন্য সময় ৪০ মিনিট। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ ও ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত দুই শিফটে এ পরীক্ষা চলবে।
মানবিক বিভাগে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় নূন্যতম ৩ পয়েন্ট করে মোট ৭.০০। বাণিজ্য বিভাগে সাড়ে তিন করে মোট ৭.৫। বিজ্ঞান ইউনিটে সাড়ে ৩ করে মোট ৮ পয়েন্ট লাগবে। প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।