Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সন্ধান দিন॥পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া তাসলিমা এখন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি

॥চঞ্চল সরদার॥ পদ্মা নদী থেকে উদ্ধারকৃত তাসলিমা আক্তার(২৫) নামের এক নারীকে গতকাল ২৩শে জুলাই বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাকে হাসপাতালে এনে ভর্তিকারী রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়ার গ্রাম পুলিশ সদস্য হারুন মোল্লা জানান, বালুবাহী একটি বলগেটের শ্রমিকরা গতকাল মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝামাঝি একটি স্থান থেকে নদীতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে জৌকুড়ায় নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি তাকে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করেন।
গতকাল ২৩শে জুলাই সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সে হাসপাতালের ৩য় তলার মেডিসিন ওয়ার্ডের ফ্লোরের একটি বিছানায় শুয়ে আছে। এ সময় তার নাম-ঠিকানা ও নদীতে ভেসে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে সে শুধু তার বাড়ী পাবনার সুজানগর বলা ছাড়া আর কিছু বলেনি।
মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত নার্স মেহেরা খাতুন বলেন, বর্তমান তার অবস্থা ভালো রয়েছে। দু’এক দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এ খবর লেখা পর্যন্ত তার পরিচয় মেলেনি।