Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৩শে জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু এবং ক্ষেত্র সহকারী হাসানুর জামান হিমুসহ মৎস্য চাষী, মৎস্যজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা বলেন, মৎস্য চাষ দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। কালুখালী অঞ্চলের পুকুর, খাল, বিল, ডোবা, নালা এসবকে কাজে লাগিয়ে সঠিকভাবে মাছ চাষ করলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাইরেও রপ্তানী করা সম্ভব। তিনি বেকার যুবকদের উদ্বুদ্ধ করে মৎস্য চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, প্রশিক্ষণ নিয়ে কেউ মাছ চাষ করলে অবশ্যই তিনি সফল হবেন। উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছ চাষের ব্যাপারে পরামর্শ প্রদানসহ সার্বিক সহযোগিতা করা হবে।
আলোচনা পর্বের শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী ও সফল মৎস্য চাষীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।