Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের ভবাণীপুর এলাকা থেকে মোশারফ হোসেন(৩৫) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ২৩শে জুলাই বেলা ১১টার দিকে রাজবাড়ী থানার এস.আই হিরন কুমার বিশ্বাস এবং এস.আই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোশারফ হোসেন রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল এলাকার জয়নাল মোল্লার ছেলে।
এস.আই হিরন কুমার বিশ্বাস জানান, চেক জালিয়াতির একটি মামলায় চলতি বছরের ৬ই মার্চ রাজবাড়ীর যুগ্ম-দায়রা জজ আদালত(২য়) আদালতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার তাকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৪ লক্ষ ৫০ হাজার ১০৭ টাকা জরিমানার রায় দেন। রায়ের সময় থেকে সে পলাতক ছিল।