Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বীর উত্তম কর্ণেল তাহেরের স্মরণ সভা অনুষ্ঠিত

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা জাসদের(আম্বিয়া) আয়োজনে গতকাল ২২শে জুলাই বিকালে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর মিলনায়তনে বীর উত্তম কর্ণেল আবু তাহেরের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসদের(আম্বিয়া) সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল গুহের সঞ্চালনায় স্মরণ সভায় জেলা ওর্য়ার্কাস পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি মওলা বক্স ও মুক্তিযোদ্ধা কমান্ডার বাকাউল আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
স্মরণ সভায় জেলা জাসদের(আম্বিয়া) সভাপতি স্বপন কুমার দাস বলেন, কর্নেল তাহের তার জীবন দিয়ে বুঝিয়ে গেছেন ভুল মানুষকে বিশ্বাস করলে কী হয়। জিয়াউর রহমান কর্নেল তাহেরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। ১৯৭৬ সালে জিয়াউর রহমান প্রহসনের বিচারের মাধ্যমে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। অথচ কর্নেল তাহেরই তাকে বন্দীদশা থেকে মুক্ত করেছিল। কর্নেল তাহের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ১১নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। এদেশে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার করার জন্য তিনি চেষ্টা করে গেছেন, কিন্তু জিয়াউর রহমানের জন্য পারেন নাই।