Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে দুই মাদকসেবীর ভ্রাম্যমান আদালতে জেল

॥এম.এইচ আক্কাস॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটায় গতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা সেবনকালে ২জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে রাজবাড়ী কারাগারে পাঠিয়েছে।
সাজাপ্রাপ্তরা হলো ঃ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নং ওয়ার্ড হোসেন মন্ডলের পাড়া গ্রামের আক্কাছ মৃধার ছেলে আকু মৃধা(৩৪) ও উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর পোড়া ভিটা এলাকার লিয়াকত কাজীর ছেলে হেদায়েত আলী কাজী(২৬)।
মাদক দ্রব্য অধিপ্তরের প্রসিকিউটর মোঃ এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্থিত পোড়াভিটায় হেরোইন সেবনরত অবস্থায় মোঃ সাকু মৃধা ও হেদায়েত আলী কাজী নামে দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৯ এর ১(খ) ধারায় আটকৃতদের ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।