Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূর্তি

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২শে জুলাই দুপুরে মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ভাগবত পাঠ করেন সুনীল চক্রবর্তী এবং লীলা কীর্তন পরিবেশন করেন জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুরের সুজন কুমার গোস্বামী।
বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার ও সাধারণ সম্পাদক পিযুষ কর জানান, এখানে প্রতি সপ্তাহের সোমবার শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। বছর শেষে শ্রাবণ মাসের ৫ তারিখে শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূর্তি অনুষ্ঠান করা হয়। হাজার হাজার ভক্ত সমবেত হয়ে শ্রীমদ্ভাগবত পাঠ ও লীলা কীর্তন উপভোগ করেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।